আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মজিবর রহমান শেখ
- আপডেট সময় : ১০:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / 48
একুশে ফেব্রুয়ারি ২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা ও বালিয়াডাঙ্গী উপজেলা সহ দেশ বাসীকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় মোঃ মজিবর রহমান শেখ বলেন, আমার প্রিয় এলাকার গরীব দু:খী মেহনতী মানুষের পরম বন্ধু হয়ে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে চাই সবাইকে সাথে নিয়ে। ফেব্রুয়ারি মাস ভাষার মাস, বাঙালিই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন।
আমরা গর্ববোধ করি এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে। তাই একুশে ফেব্রুয়ারী এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়; এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উৎসও।
পরিশেষে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, মহান আল্লাহ সবাইকে সুস্থ্য রাখুন এই প্রত্যাশা করি।