বালিয়াডাঙ্গী গোল্ডেন স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও সাইকেল বিতরণ
- আপডেট সময় : ০৯:২৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / 59
মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গোল্ডেন স্কুল এন্ড কলেজ এর নবীন বরণ গোল্ডেন সেবা ফাউন্ডেশ কর্তৃক গরীব-মেধাবী শিক্ষার্থীদের ২টি বাইসাইকেল বিতরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বালিয়াডাঙ্গী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় আমন্তিত অতিথিদের মাধ্যমে নতুন ভর্তি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, গোল্ডেন স্কুলের দশম শ্রেণীর সাজ্জাদ ও বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর নীলাকে গোল্ডেন সেবা ফাউন্ডেশনের পক্ষ হতে বাইসাইকেল বিতরণ এবং বালিয়াডাঙ্গী গোল্ডেন স্কুল এন্ড কলেজের নম্রতা, ভদ্রতাও শালীনতা জন্য শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে অষ্টম শ্রেণীর আবির হাসান আকাশ নির্বাচিত হওয়ায় তাকে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও মাসিক পরিক্ষায় উত্তীর্ণ ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী গোল্ডেন স্কুল এন্ড কলেজের পরিচালক ওসমান আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মহসিন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তূজ জোহরা, গেস্ট অব অর্নার বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলেয়া পারভীন, বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিসার আলী শাহরিয়ার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএম টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল সাদেকুল ইসলাম, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, বালিয়াডাঙ্গী থানার এএসআই ইকরামুল হক, সাংবাদিক মাজেদুল ইসলাম হৃদয়, ওমর হাসনাতসহ বালিয়াডাঙ্গী গোল্ডেন স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ বক্তব্য প্রদান করেন।