বালিয়াডাঙ্গীতে ৬০০ পিচ ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১০:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / 63
মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকদ্রব্য ৬০০ পিচ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের ঝিকড়া (দলুয়া) গ্রাম হতে মাদকদ্রব্য ৬০০ ইয়াবা পিচ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের ঝিকড়া (দলুয়া) গ্রামের সামছুলের ছেলে হারুন অর রশীদ (৪০) ও একই গ্রামের সামসুদ্দিনের ছেলে আবু সাইদ (২৪)।
বালিয়াডাঙ্গী থানার এসআই রতন পাল বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আসামি হারুন অর রশীদের বাসায় অভিযান পরিচালনা করলে আসামি হারুন অর রশীদ ও আবু সাইদকে হাতেনাতে ৬০০ পিচ ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এবং আজ আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।