বালিয়াডাঙ্গীতে ১১০ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ১১:১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / 50
মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকদ্রব্য ১১০ পিচ ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বারঢালী বাজারের একটি চায়ের দোকানের সামনে হতে মাদকদ্রব্য ১১০ ইয়াবা পিচ ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর বাজার (সিঁদুর ডাক্তারের বাড়ি সংলগ্ন) মহির উদ্দীনের ছেলে আব্দুস সালাম (৩০) ও একই উপজেলার রহিমানপুর (বল্লাপাড়া) গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল মোমিন (৩৮)।
বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার দুওসুও ইউনিয়নের বারঢালী বাজারের একটি চায়ের দোকানের সামনে হতে আব্দুস সালামের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ও আব্দুল মোমিনের কাছ থেকে ১০ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করে।
তিনি আরও বলেন, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।