ব্যক্তিগত বেতনও রাখেন না নিজের জন্য, তা দিয়ে গরীব অসহায়দের খাবার কিনে দেন মেম্বার ইউসুফ
- আপডেট সময় : ০৩:২৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / 57
মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি চাল, টিসিবিসহ যত কার্যক্রম আছে সব ফ্রিতে দেওয়া হয়েছে। এছাড়াও সরকার থেকে পাওয়া বেতন দিয়ে গরীব-অসহায় ওয়ার্ডবাসীদের খাবার ও ঈদের সময় সেমাই চিনি কিনে দেই মেম্বার ইউসুফ।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ওয়ার্ড সভায় এসব কথা বলেন ৩ নং ওয়ার্ডের মেম্বার মো: ইউসুফ আলী।
তিনি এসময় আরও বলেন, ওয়ার্ডের অনেক কবস্থানের টিউবওয়েল দেওয়ার অঙ্গীকার করেছি, যদি সরকার থেকে টিউবওয়েল না পায় তাহলে নিজ অর্থায়নে টিউবওয়েল কিনে দিব।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে বালিয়াডাঙ্গী মাছ বাজারে বড়বাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার ইউসুফ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বড়বাড়ী ইউনিয়ন পরিষদের সহকারী সচিব প্রবিন বাবুসহ ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিোবর্গ প্রমুখ।
এসময় ওয়ার্ডের বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের ওয়ার্ডের নানা প্রয়োজনীয় চাওয়া কথা জানায়। এবং এসব প্রয়োজনীয় চাওয়া পূরণ করার প্রতিশ্রুতি দেন মেম্বার ইউসুফ আলী।
এসময় মেম্বার ইউসুফ আলী ওয়ার্ডের নানা উন্নয়নের চিত্র তুলে ধরেন। তার মধ্যে ফ্রিতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ৪০ দিনের মাটি কাটা কর্মসূচি, কম্বল বিতরণ, নানা ফসলের বীজ ও সার বিতরণ, টিসিবি কার্ড বিতরণ, ঈদে সামাই চিনি বিতরণ, দূর্যোগে ত্রান বিতরণ, মেম্বারের ব্যক্তিগত বেতন দিয়ে খাবার বিতরণ, মহাজন হাট মসজিদে টাইলস বিতরণ, মহাজন হাট সাপটি মন্দিরে গ্রিল এর ব্যবস্থা, তেল পাম্প মসজিদে রিং ও সালাপ বিতরণ, বালিয়াডাঙ্গী দালিখ মাদ্রসায় ওয়াশ বল্ক নির্মান, ফুলতলা গ্রামে সাফিউল উলুম ফুরকানিয়া মাদ্রসায় ঈদগাহ মিনার নির্মান সহ অনেক উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি।