বিরামপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২১:১২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / 45
দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে ২ মার্চ শনিবার সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তোলবো,এই প্রতিপাদ্য কে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপজেলা উপজেলা নির্বাচন কার্যালয়ের চত্বর হতে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ও উপজেলা নির্বচন চত্বরে এসে র্যালী শেষ হয়।এবং র্যালী শেষে উপজেলা নির্বাচন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন,উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী, বিরামপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সিরাজুল ইসলাম প্রমুখ।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর প্রেসক্লাব এর সাংবাদিক হাফিজ উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক ডাক্তার আব্দুর রশিদ, সাংবাদিক রেজওয়ান আলী, সাংবাদিক নয়ন হাসান, সাংবাদিক নয়ন মিয়া সহ নির্বাচন অফিসারের কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ,এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।