সংবাদ শিরোনাম ::
নিয়োগ বিজ্ঞপ্তি ::
তাহিরপুরে এলসি পয়েন্টে ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:১৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / 43
সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তে চারাগাওঁ এলসি পয়েন্টে কয়রা কুড়াতে গিয়ে ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম অনন্ত পাল (১২)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাঁও গ্রামের উকিল পালের ছেলে। মঙ্গলবার তিনটার দিকে এই নিমর্ম ঘটনাটি ঘটেছে।
জানা যায়, মঙ্গলবার তিনটার দিকে ‘চারাগাঁও কয়লা স্থল শুল্ক স্টেশন’ দিয়ে ওপার থেকে এপারে আসার পথে হামিদ ট্রেডার্সের একটি কয়লাবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে এখানে থাকা অন্য কয়লা শ্রমিকরা উত্তেজিত হয়ে কয়লাবাহী ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি শিশু কয়লা কুড়াতে গিয়ে কয়লাবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।