সংবাদ শিরোনাম ::
নিয়োগ বিজ্ঞপ্তি ::
ঠাকুরগাঁওয়ে দ্রৌপদী দেবী আগারওয়ালাকে সংবর্ধনা
মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১২:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / 46
বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২ এর নব নির্বাচিত সাংসদ দ্রৌপদী দেবী আগারওয়ালাকে সংবর্ধনা প্রদান করা হয়। ১১ মার্চ সোমবার বিকেলে মানব কল্যাণ পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি বিউটি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন নব নির্বাচিত সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা, সংস্থাটির পরিচালক রবিউল আজম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা হোসেন চৌধুরী, এমকেপির কর্মকর্তা মো: সাদেকুল ইসলাম, প্রেগ্রাম সমন্বয়কারী রাশেদুল আলম লিটন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এম,কে,পির কর্মকর্তা স্নিগ্ধা আক্তার।
এ সময় দ্রৌপদী দেবী আগারওয়াকে সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।