ঠাকুরগাঁও জেলা যুব মহাজোটের নতুন কমিটি সভাপতি জয় মহন্ত ও সাধারণ সম্পাদক পরিতোষ
- আপডেট সময় : ০৭:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / 43
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতে ১০৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি গৌতম সরকার অপু ও সাধারন সম্পাদক ইঞ্জি: মৃনাল কান্তি মধু রাজা স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়।
এতে জেলা যুব মহাজোটের সভাপতির দায়িত্ব পেয়েছেন সাংবাদিক জয় মহন্ত অলক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অ্যাড: পরিতোষ চন্দ্র রায়। নতুন এই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাড : দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাড: গোবিন্দ চন্দ্র প্রামানিক, কেন্দ্রীয় যুব মহাজোটের সভাপতি গৌতম সরকার অপু, সাধারণ সম্পাদক ইঞ্জি: মৃণাল কান্তি মধু রাজা, সহ জেলা মহাজোটে নেতৃবৃন্দ।
স্বাক্ষরিত প্যাডে আগামী দুই মাসের মধ্যে পরিচিতি সভা বা অভিষেক অনুষ্ঠান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কমিটির দায়িত্ব পাওয়া জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, তারা সব সময় স্বেচ্ছাসেবক মূলক কাজগুলো করে থাকে। এটি একটি অরাজনৈতিক হিন্দু ধর্মীয় সংগঠন। সব সময় সনাতনীদের পাশে থেকে ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।