জামালগঞ্জে সরকারি রাস্তা দখল করে গৃহ নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ
- আপডেট সময় : ১২:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / 40
সুনামগঞ্জের জামালগঞ্জে সরকারি রাস্তা (হালট) জোরপূর্বক দখল করে দোকান ও গৃহ নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২ টায় উপজেলার বেহেলী ইউনিয়নের মশালঘাট গ্রামে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসী জানান, গত (২মার্চ) সকাল ১১টার দিকে মশালঘাট গ্রামের বদরুল হুদা (৫৫), আসাদ মিয়া (৫৫), রেজাউল (৪২), আসাদুল (৫০), পাবেল (৩০), রুনেল (২২) ও সাকির মিয়া (২০) জনসাধারণের চলাচলের একমাত্র সরকারি রাস্তা বন্ধ করে দোকান ও গৃহ নির্মাণ শুরু করেন। এতে এনার মিয়াসহ এলাকার লোকজন বাঁধা নিষেধ করলে গালমন্দসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায় দখলকারীরা।
পরে এঘটনায় ওইদিনেই ৬ জনের নাম উল্লেখ করে থানায় লিখত অভিযোগ করেন এনার মিয়া। দ্রæত সময়ে রাস্তা দখলমুক্ত করার প্রতিবাদে বিক্ষোভে করে এলাকাবাসী। এতে বক্তব্য রাখেন, মশালঘাট গ্রামের মাসুদ আলম, অবসর প্রাপ্ত শিক্ষক ছুরৎজ্জামাল, সাবেক ইউপি সদস্য এনার হোসেন, কৃষক নজরুল, তোফাজ্জাল, শিক্ষার্থী সায়েম ও বায়জিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।