বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুর দাবিতে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের মানববন্ধন!
- আপডেট সময় : ০৮:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / 55
মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু ও বুয়েটকে সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গীবাদী গোষ্ঠি থেকে মুক্ত করার দাবিতে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের মানববন্ধন পালিত হয়।
২ এপ্রিল মঙ্গলবার ঠাকুরগাঁও সরকারী কলেজে ছাত্র সমাজের উদ্যোগে এ মানববন্ধন পালন করা হয়। ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক যগ্ম সাধারণ সম্পাদক মো: নাহিদ আলম নিউমুন, ছাত্রলীগের সুমন পারভেজ, নাঈম ইসলাম, প্রিন্স মাহমুদ, ইশা বিন আলী, মাজেদ রহমান, সাকিবুল ইসলাম সাকিব, তারেক রহমান, সৌপ্তিক ঘোষসহ কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে বুয়েটকে মৌলবাদী গোষ্ঠির কালোছায়া থেকে মুক্ত করে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু করা এবং বুয়েটকে সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গীবাদী গোষ্ঠি থেকে মুক্ত করার জোর দাবি জানান।