ঠাকুরগাঁওয়ে গাঁজা, ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১২:৫৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / 32
মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁওয়ের ২টি থানায় পৃথক পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (০৬ এপ্রিল) বিভিন্ন সময়ে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠকের সার্বিক দিক-নিদের্শনায় অত্র জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসব আসামীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,বালিয়াডাঙ্গী থানার দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের শ্রী সমর দাস (৫৩) ও পীরগঞ্জ থানার বৈরচূনা ইউনিয়নের নওপাড়া গ্রামের জুয়েল রানা (২৪)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠকের সার্বিক দিক-নিদের্শনায় অত্র জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বালিয়াডাঙ্গী থানার দুওসুও ইউনিয়নের লালাপুর (পরিষদ পাড়া) গ্রাম থেকে এক কেজি শুকনো গাঁজাসহ শ্রী সমর দাস (৫৩)-কে গ্রেফতার করা হয়। অন্যদিকে পীরগঞ্জ থানার বৈরচূনা ইউনিয়নের নওপাড়া গ্রামে জুয়েল রানা (২৪) এর বাড়ীর আঙ্গিনা থেকে ১৫ বোতল ফেন্সিডিলসহ তাঁকে গ্রেফতার করা হয়।
ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক জানান, মাদকসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ০৫টি এবং ভূল্লী থানা- ০১ টিসহ সর্বমোট ০৬ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে।