ঠাকুরগাঁওয়ে গাঁজা ও ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ আটক ১১
- আপডেট সময় : ১২:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / 34
মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
মাদক বিরোধী অভিযান পরিচালনায় ঠাকুরগাঁও জেলার ৫ টি থানা হতে গাঁজা ও ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৭ এপ্রিল) বিভিন্ন সময়ে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সার্বিক দিক-নিদের্শনায় অত্র জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসব আসামীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর থানার
সালন্দর ইউনিয়নের জগন্নাথপুর দেবনাথপাড়া গ্রামের মহেশ দেবনাথ (৫০) সালান্দর স্কুলপাড়া গ্রামের সরবত আলী (৫৫), নারগুন ইউনিয়নের পূর্ব নারগুন (নিয়ামতপাড়া) গ্রামের পারভীন আক্তার (৩৪), বালিয়াডাঙ্গী থানার দুওসুও ইউনিয়নের মহিশমারী (নিরাশিপুকুর) গ্রামের শ্রী শ্যামল দাস (৪০), রাণিশংকৈল থানার পৌরসভার রংপুরিয়া মার্কেট এর রাকিব রানা (১৯), কেউটাউন গ্রামের ফরহাদ ইসলাম (২১), মধ্য ভান্ডারা গ্রামের এলাহী মোল্লা(২১) ও সুজন আলী (১৯), পীরগঞ্জ থানা পৌরসভার গুয়াগাঁও গ্রামের লিয়ন আহম্মেদ (৩০), হরিপুর থানার হরিপুর ইউনিয়নের ভবানন্দপুর গ্রামের আরিফুল ইসলাম (২০) ও আশানুর ইখতিয়ার আনিক (২৩)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠকের সার্বিক দিক-নিদের্শনায় অত্র জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ১২ নং সালন্দর ইউপির অন্তর্গত আরাজী কৃষ্ণপুর গ্রামস্থ সালন্দর ভাঙ্গাপুল ব্রীজ এর উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর মদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ গ্রাম গাঁজা উদ্ধারসহ আসামী মহেশ দেবনাথ (৫০), নারগুন ইউপির অন্তর্গত পূর্ব নারগুন (নিয়ামতপাড়া) গ্রামস্থ পলাতক আসামী মোঃ এনামুল হক (৪২) এর বসতবাড়ীর পুর্ব দুয়ারী দালান ঘরের ভিতরে থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধারসহ পারভীন আক্তার (৩৪), সালন্দর ইউপি’র অন্তর্গত স্কুলপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ সরবত আলী (৫৫)নএর বসতবাড়ী থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। এবং সালন্দর ইউপি’র অন্তর্গত স্কুলপাড়া গ্রামস্থ ধৃত আসামী সরবত আলী (৫৫) এর বসতবাড়ী থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়
বালিয়াডাঙ্গী থানা পুলিশ কর্তৃক দুওসুও ইউপি অন্তর্গত মহিশমারী (নিরাশিপুকুর) গুচ্ছ গ্রামস্থ ধৃত আসামীর বসতবাড়ির পূর্ব ভিটার পশ্চিম দুয়ারি ঘরের বারান্দা থেকে ১২০ গ্রাম গাঁজা উদ্ধারসহ আসামী শ্রী শ্যামল দাস (৪০) গ্রেফতার করা হয়।
রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন পৌরসভাস্থ একটি ফিলিং স্টেশনের পিছনের ফাকা জায়গায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২৫ গ্রাম গাঁজা উদ্ধারসহ রাকিব রানা (১৯) ও মোঃ ফরহাদ ইসলাম (২১) কে ও রাণীশংকৈল পৌরসভাস্থ একটি ফিলিং স্টেশনের সামনের রাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১৫ গ্রাম গাঁজা উদ্ধারসহ আসামী এলাহী মোল্লা(২১) ও সুজন আলী (১৯) গ্রেফতার করা হয়।
পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক উক্ত থানার পৌরসভাধীন ০৭নং ওয়ার্ড এর অন্তর্গত গুয়াগাঁও মৌজাস্থ গুয়াগাঁও হইতে নাকাটি গামী পাঁকা রাস্তা সংলগ্ন একটি বাড়ীর সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ লিয়ন আহম্মেদ (৩০) কে গ্রেফতার করা হয়।
হরিপুর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ০৫ নং হরিপুর ইউপির রানীশংকৈল গামী হাইওয়ে পাঁকা রাস্তার উপর হতে ৫০ পিচ ট্যাপেন্টাডোল উদ্ধারসহ আরিফুল ইসলাম (২০) ও আশানুর ইখতিয়ার আনিক (২৩) কে গ্রেফতার করা হয়।
ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক জানান, মাদকসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা-০১ টি, বালিয়াডাঙ্গী থানা-০৩ টি, রাণীশংকৈল থানা-০১ টি সহ সর্বমোট ০৫ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
তিনি আরও জানান, ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।