তাহিরপুর উপজেলায় উন্নয়ন প্রকল্পের অর্থায়নে স্কুলে বেঞ্চ বিতরণ
- আপডেট সময় : ০৮:১৮:১২ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / 46
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সির (জাইকা) অর্থায়নে ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৬২ জোড়া বেঞ্চ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ই এপ্রিল)পুরাতন কৃষি অফিসের সামনে বেঞ্চ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল । এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা মির্জা রিয়াদ হাসান,উপজেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক নরেন্দ্র নারায়ণ বৈশাখ,জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুদাস্সির আলম,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সৌরভ,সাংবাদিক জাহাঙ্গীর আলম,শওকত হাসান,মনিরাজ শাহ প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,আমাদের কাছে ইতিমধ্যে ৩৯৮ জোড়া বেঞ্চ পৌঁছেছে আমরা এখন ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৬২ জোড়া বেঞ্চ বিতরণ,বাকি গুলা ঈদের পর পরেই আমরা সকল মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণ করবো,শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সব ধরনের সহযোগিতাসহ তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যাতে আমাদের শিক্ষকরা সব বিষয়ে পারদর্শী হয়ে আমাদের ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য এখান থেকে তৈরি করে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে স্থান পায়। আর কেরানীগঞ্জের মুখ উজ্জ্বল করতে পারে, সেভাবে পাঠদান করতে হবে।