“ভেলাই বিপ্লোবী সংঘ” কর্তৃক একদিনের শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
- / 35
“মাদককে না বলি, খেলাধুলায় মগ্ন থাকি” এই স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ভেলাই বিপ্লোবী সংঘ স্পোর্টিং ক্লাব ও যুব সমবায় সমিতির উদ্যোগে ঈদের বিশেষ একদিনের প্রীতি শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। এরইমধ্যে সংগঠনটি ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা আয়োজনের পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝে মাদক বিরোধী স্লোগান সৃষ্টি করে এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।এছাড়াও সংগঠনটি করোনা মহামারিতে মানবতার হাত বাড়িয়ে দেয় অসহায় ও দুস্থদের মাঝে। এছাড়া ২০২২ সালে ঘরোয়া ফুটবলের আয়োজন করে সংগঠনটি।
তার-ই ধারাবাহিকতা বজায় রাখতে ১৩ এপ্রিল (শনিবার) ঈদের তৃতীয় দিন রাতে বিশেষ প্রীতি শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে সংগঠনটি । ৮ টি দলের অংশগ্রহণে একই রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলার মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ৭ নং রাতোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির সভাপতি একেএম ফজলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাণীশংকৈল পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সইদুল হক, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আহমেদ হোসেন বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের,ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, ৭ নং রাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু শরৎচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবর আলী,হযরত আলী প্রমুখ।
এছাড়াও স্হানিয় গন্য মান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ খেলা দেখতে আসা বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগন সংগঠনটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তাদের বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে আলোকিত দিন উপহার দিতে এমন আয়োজন প্রতি বছর হওয়া দরকার। খেলাধুলা তরুণ প্রজন্মের মিলন মেলা।যে মেলা উপহার ভাতৃত্বের বাধন একে অপরের মাঝে।আমরা আনন্দিত এমন আয়োজনে।
সংগঠনটির পরিচালক আব্দুল হালিম বাহাদুর চৌধুরী তার বক্তব্যে বলেন, খেলাধুলা মিশে আছে আমাদের এই অঞ্চলে। তাই এলাকার যুবসমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করতে বার বার আমরা তার সান্নিধ্যে আলিঙ্গন করি।ভালবাসি ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন ধরনের খেলাধুলা।
ভালবাসি এমন আয়োজনের প্রতিটি মূহুর্ত গুলোকে। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি ও সহযোগিতা আমাদের সংগঠনের সকল সদস্যদের আরো অনুপ্রেরণা যোগাবে ।
উল্লেখ্য যে,৮ টি দলের অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বাচোর স্পোর্টিং ক্লাব ও বাংলাগড় যুব উন্নয়ন সংঘ। ফাইনালে বাচোর স্পোর্টিং ক্লাব ২১ রানে বাংলাগড় যুব উন্নয়ন সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
পরে অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সুন্দর আয়োজন ধন্যবাদ আয়োজক কমিটির সকলকে।