সংবাদ শিরোনাম ::
নিয়োগ বিজ্ঞপ্তি ::
বালিয়াডাঙ্গীতে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে- ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকবে ৬৪৮ জন আনসার সদস্য !
মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / 39
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবে ৬শত ৪৮ জন আনসার সদস্য। প্রতিটি কেন্দ্রে ৮ জন পুরুষ এবং ৪ জন মহিলা ।
২৩ এপ্রিল মঙ্গলবার এসব আনসার সদস্যদের যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব যাচাই বাছাই করেন ঠাকুরগাঁও জেলা আনসার ভিডিপির সহকারী ঠাকুরগাঁও জেলা কমাড্যান্ট ফারুক হোসেন। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, রাণীশংকৈল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কাশেম ও টিআই রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু জানান, বালিয়াডাঙ্গী উপজেলায় ৮টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্রে ১২ জন করে ৬৪৮ জন আনসার সদস্য ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। আগামী ০৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।