তাহিরপুরে বৈধ ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষিত হলেন রিয়াজ উদ্দিন খন্দকার
- আপডেট সময় : ০৭:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / 35
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে রিয়াজ উদ্দিন খন্দকার লিটন কে বৈধ প্রার্থী ঘোষণা করেছেন মহামান্য হাইকোর্ট। তার মনোনয়নপত্র উচ্চ আদালত বৈধ ঘোষণা দেয়ায় ঐ পদে বর্তমানে ৪ জন প্রার্থীর লড়াই হচ্ছে।
জানা যায়,দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলায় ২১ এপ্রিল ছিল মনোনয়ন জমাদানের শেষ তারিখ। আবেদন দাখিলে ইন্টারনেটে ধীরগতি থাকায় রিয়াজ উদ্দিন খন্দকার লিটন তার যাবতীয় কাগজপত্রাদি শতভাগ দাখিল করতে পারেননি। এ বিষয়টি তিনি জেলা নির্বাচন অফিসারকে জানালে, আবেদন শতভাগ সম্পন্ন না হওয়ায় আবেদনের হার্ডকপি গ্রহণ করা সম্ভব নয় বলে তাকে অবগত করে নির্বাচন কমিশন। এমতাবস্থায় ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন (বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান) গত মঙ্গলবার (২৩ এপ্রিল) উচ্চ আদালতের আশ্রয় নিয়ে ৪৬০১/২০২৪ নং রিট পিটিশন দায়ের করলে বিজ্ঞ বিচারপতি নাইমা হায়দার ও বিজ্ঞ বিচারপতি কাজী জিনাত হক এর নেতৃত্বাধীন মহামান্য হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চ,তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন।
বুধবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় উচ্চ আদালতের আদেশের জাভেদা নকলের কপি ম্যাসেঞ্জার সহকারে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়,রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর কার্যালয় ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দেন বৈধ ঘোষিত প্রার্থী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন। এ সময় সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আল হেলালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন বলেন,আমার কোন ব্যক্তিগত ত্রæটি নয় ইন্টারনেটে ধীরগতির কারণে যে সামান্য ত্রæটি হয়েছে তাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একতরফাভাবে আমাকে প্রার্থী হিসেবে গণ্য করা থেকে বিরত থাকে। ফলে পরিস্থিতির কারণে আমি বাধ্য হয়ে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব,প্রধান নির্বাচন কমিশনার,জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন-২০২৪ইংসহ ৫ জনকে পক্ষভূক্ত করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি। বিজ্ঞ উচ্চ আদালতে আমি ন্যায় বিচার পেয়েছি। তিনি নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতার ব্যাপারে সকলের ন্যায়সঙ্গত সহযোগীতা কামনা করেছেন।
সুর্প্রীমকোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মিন্টু কুমার মন্ডল বলেন, মহামান্য হাইকোর্ট তাকে একজন বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে রিয়াজ উদ্দিন খন্দকার লিটন এর আইনগত কোন বাধা নেই।