হরিপুরে ৩৩ শতাংশ জমির লাউগাছ রাতের আধারে কেটে দিয়েছে
- আপডেট সময় : ০৮:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / 35
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের মেদিনী সাগর মৌড়, লুহাকাচি গ্রামের মন্টু কুলির(৫০) পিতা, ইরফান আলী, গতকাল রবিবার আনুমানিক ভোর রাতের আধারে কে বা কাহারা ৩৩ শতাংশ জমির উপর লাগানো লাউগাছ কেটে দিয়েছেন।
ফসলি জমির মালিক বলেন আমি সকালে ঘুম থেকে উঠে লাউ কাটার জন্য জায় গিয়ে দেখি আমার লাউগাছ গুলো কাটা রয়েছে
তখন আশে পাশের বাড়ির লোকজন কে ডাকা ডাকি করে নিয়ে আসি লোকজন কে দেখানোর জন্য।
ফসলি জমির মালিক মন্টু আরো বলেন আমার কোন জায়গা জমি নেই, আমি মানুষের জমি বর্গা নিয়ে ৩৩ শতক জমির উপর লাউগাছের চাষাবাদ করেছিলাম প্রায় ষাট হাজার টাকার মতো ব্যয় হয়েছে।
সব কিছু মিলে আমার দুই লক্ষ্য টাকার ফসল নষ্ট করা হয়েছে।
আমি মানুষের কাছে টাকা ধার নিয়ে লাউয়ের চাষাবাদ করেছিলাম, আমি এখন কি ভাবে এতো ঋণ পরিশোধ করবো, আমার সবকিছু শেষ হয়ে গেলো। আমার কোন তেমন শত্রুতা নেই আমি কাউকে সন্দেহ করতে পারছি না তবে যারা এই অমানবিক কাজটি করেছেন আল্লাহ তার বিচার করবেন,
স্থানীয় সূত্রে জানা যায় ফসলি জমির মালিক মিন্টু ইসলাম তিনি একজন দিনমুজুর ও সরল সহজ মানুষ, তার তেমন কারো সাথে শত্রুতা নেই বল্লেই চলে।
তবে যারা এই অমানবিক কাজ করেছেন তাদের কোন সাক্ষী প্রমাণ পাওয়া গেলে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানা গেছে।