অনৈতিক কাজে ধরা খেয়ে জনতার হাতে গনধৌলায় এক পশু চিকিৎসকের
- আপডেট সময় : ০৭:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- / 32
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সাইফুল ইসলাম নামক এক পশু চিকিৎসক অনৈতিক কাজ করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গনধৌলায় খেয়েছে। ৭ মে মঙ্গলবার দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা (নারুই) গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গনধৌলায় খাওয়া সাইফুল একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সে তার গ্রামের বাজারে ফার্মেসী ব্যবসার পাশাপাশি পশু চিকিৎসা করে। দুই দিন পূূর্বে জেল খেটে বাড়িতে আসে। মঙ্গলবার দুপুরে এক মেয়ের সাথে অনৈতিক কাজ করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লে তারা গণধৌলায় দেয়।
স্থানীয় কয়েকজন বাসীন্দা বলেন, মো. সাইফুল মঙ্গলবার দুপুরে একটি মেয়ের সাথে অনৈতিক কাজ করতে গেলে স্থানীয় লোকজন দেখে ফেলে, ঐ সময় তাকে তারা গণধৌলায় দেয়। সে পূর্বেও এধরনের কাজ করতে গিয়ে ধরা পড়ে। সে আসলেই খারাপ ছেলে, আমরা তার বিচার চাই।
৪নং ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন মেম্বার বলেন, সাইফুল ছেলেটা খুব খারাপ। সে আজ এক টি মেয়ের সাথে অনৈতিক কাজ করার সময় স্থানীয় লোকজন তাকে ধরে গণধৌলায় দিয়েছে। পূর্বেও সে এই ধরনের কাজ করেছিল পরে বিষয় টি আমি সমাধান করে দিয়েছিলাম। তার বিচার হওয়া ধরকার।
এবিষয়ে জিজ্ঞাসা করতে সাইফুলকে সরাসরি পাওয়া না যেয়ে তার মুঠোফোন বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি।