তাহিরপুরে উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ
- আপডেট সময় : ১০:১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / 29
উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা বিএনপি। শনিবার (১১ই মে) তাহিরপুর বাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সময় বক্তব্য দেন,তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি আনিসুল হক,ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।
তারা জনগণকে উপজেলা নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, ৭ জানুয়ারির ডামি জাতীয় নির্বাচনের মতো আরেকটি ডামি উপজেলা নির্বাচন করছে সরকার। এটি জনগণের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়,ডামি উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় উপজেলার প্রথম ধাপের নির্বাচনে জনগণ সাড়া দেয়নি। বিএনপির ডাকে সাড়া দিয়ে জনগণ নির্বাচন বর্জন করেছে। অবৈধ সরকারের প্রতারণার ফাঁদে তারা পা দেয়নি। বাকি ধাপের নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক জুনাব আলী,জেলা বিএনপি সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল,সুনামগঞ্জ জেলা বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক-রাখাব উদ্দিন,তাহিরপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম শাহ,বালিজুরী ইউনিয়ন বিএনপি সভাপতি সাখাওয়াত হাসান,তাহিরপুর উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম,যুবদল যুগ্ম আহ্বায়ক তুজাম্মেল হক নাছরুম,উপজেলা কৃষকদল যুগ্ম-আহবায়ক তামিম হাসান লিংকন,উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবু হাসান রাসেল, সদস্য সচিব মুন্না,ছাত্রদল নেতা রাহুল প্রমুখ।