বিরামপুরে বিশ্ব মা দিবস পালিত
- আপডেট সময় : ০৫:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / 33
শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
রোববার (১২ মে) বেলা ১০ টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা সহকারী কমিশনার মুরাদ হোসেনের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারতজাহান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, বিরামপুর থানার তদন্ত (ওসি) মমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালপ্রমুখ।
এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।