ঠাকুরগাঁওয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা
- আপডেট সময় : ১০:২১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / 37
১২ মে রবিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে, আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমেশ চন্দ্র সেন, এমপি, সভাপতি, পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সদস্য, উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং দ্রৌপদী দেবী আগরওয়ালা, এমপি, সংসদ সদস্য।
সভায় পুলিশ সুপর বক্তব্যে বলেন, ঠাকুরগাঁও জেলা পুলিশের অর্জনসমূহ, মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন প্রয়োগ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, যানজট নিরসন, চুরি ও ডাকাতি প্রতিরোধ এবং দিবারাত্রি পুলিশি টহল জোরদার সহ নানা দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ঠাকুরগাঁও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জ গণ , জেলা কর্মকর্তাগণ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন ।