তাহিরপুরে স’ মিলে আগুন; কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আপডেট সময় : ১০:৪৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / 38
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় স’মিলে আগুন লেগে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে । পুড়ে গেছে বিভিন্ন ধরনের কাঠ, করাতকলের মেশিন ও ঘরের একাংশ।
গতকাল বৃহস্পতিবার ( ১৬ মে) দিবাগত রাতে ১ টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের একতা বাজারের বিল্লাল মিয়ার স’মিল এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিল মালিক বিল্লাল মিয়া জানা যায়, আমার মিলের পাশেই রাতে আসছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আফতাব উদ্দিনের আনারস মার্কার মিটিং ছিল। সাড়ে ৯ টার সময় মিটিং শেষে মিলে এবং গেইটের তালা লাগিয়ে আমি পুরান খালাস যাই আবুল হোসেন খানের মিটিংয়ে। মিটিং শেষ করে রাত ১২ টার দিকে বাড়িতে যাই। পরে স্থানীয় হলহলিয়া গ্রামের সাবেক মেম্বার আব্দুর রুপ আমাকে রাত ৩ টার সময় ফোনে জানান মিলে আগুন লাগছে। আগুন লাগার কথা শুনে বালিয়াঘাট আমার বাড়ি থেকে মোটরসাইকেলে এসে দেখি স্থানীয় লোকজন আগুন নিভিয়ে পেলে । কিন্তু আগুন নিভানোর আগেই করাতকলের পাশে ঘরের ভিতর স্তূপ করা বিভিন্ন ধরনের কাঠ ও করাতকলের যন্ত্রপাতি ও ঘর আগুনে পুড়ে যায়। এতে আমার ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
প্রত্যক্ষদর্শী বাজারের পাহারাদার সোনা মিয়া জানান, বাজারের পাশে এক লোক ধান কেটে রাতে এখানেই পাহাড়া দিছিল। হঠাৎ রাত ১ টার দিকে দৌড়ে বাজের ভিতর এসে আমাকে আগুন লাগার কথা জানায়। পরে আমি বাজারবাসীকে ডেকে ও বাজারের মাসজিদে মাইকে বাজারে আগুন লাগছে মাইকিং করাই। পরে আশপাশের গ্রামের কয়েকশো লোকজন এসে প্রায় ২/৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিভায়। তবে কিভাবে আগুন লাগছে কেউ বলতে পারেনা।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রুপ জানান, রাত দেড়টা দুইটার দিকে হঠাৎ মাইকিং শুনতে পাই বাজারে আগুন লাগছে। পরে আমিসহ বাজারের আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এসে পানি বালু দিয়ে ২/৩ ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হই। কিন্তু এর আগেই ঘরের ভিতর থাকা অনেক কাঠ, মিলের মেশিনসহ সব যন্ত্রপাতি ও ঘরের বেড়া ও উপরের চালের কিছু আংশ পুড়ে যায়।