ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৪:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / 25
ঠাকুরগাঁওয়ে “পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৮ মে শনিবার উন্নয়ন সংস্থা ইএসডিও’র জয়নাল আবেদীন অডিটরিয়ামে এ মতবিনিময় সভাটির আয়োজন করা হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (পুর) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় রংপুর বাপাউবো উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী (পুর) মো: মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি ঢাকা বাপাউবো (পরিকল্পনা, নকশা ও গবেষণা) অতিরিক্ত মহাপরিচালক মো: জহিরুল ইসলাম, ঢাকা বাপাউবোর পরিকল্পনা প্রধান প্রকৌশলী (পুর) ড. শ্যামল চন্দ্র দাস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (পুর) ফারজানা আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদী ব্যবস্থাপনার সাথে জড়িত মানুষজন উপস্থিত ছিলেন। এর আগে সংশ্লিষ্ট বিষয়ের উপরে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।