রাণীশংকৈলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
- আপডেট সময় : ০৫:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
- / 26
”শিশু বান্ধব শিক্ষা,স্মার্ট বাংলাদেশের দীক্ষা” এ স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। এতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সীমান্ত বসাক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, রিসোর্স ইন্সট্রাক্টর হাবিবুর রহমান, নবাগত সহকারী শিক্ষক ফাতেমা তুজ জোহরা প্রমুখ|
রাণীশংকৈল উপজেলায় নবাগত ২০ জন সহকারী শিক্ষক যোগদান করেন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দিবসে তাদের বরণ করে নেওয়া হয় |
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।