ঠাকুরগাঁওয়ের আকচা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
- আপডেট সময় : ০৭:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
- / 32
ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়ন পরিষদে ২০২৪-২০২৫ অর্থ বছরে ৭৫ লক্ষ ৯৩ হাজার ১৫০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ মে) দুপুরে আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।
এসময় বক্তব্য দেন, আক্চা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হরি কিশোর বর্মন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম, সাবেক সহকারী শিক্ষক নারায়ন চন্দ্র রায়, পুরাতন ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমেশ চন্দ্র বর্মন, আক্চা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মাদ শামীম, ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য ফুলজান বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে আক্চা ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরে ৭৫ লক্ষ ৯৩ হাজার ১৫০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন। উক্ত বাজেটে উপস্থিত সকলেই সমর্থন জানান। যা গত ২০২৩-২০২৪ অর্থবছরে বাজেট ছিল ৬১ লক্ষ ৯৬ হাজার ৪শ টাকা।
বাজেট ঘোষণা শেষে আকচা ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের সেরা করদাতাদের পুরস্কার বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আক্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, রাজস্ব ও উন্নয়ন খাতের সমন্বয়ে এ বাজেট বাস্তবায়ন করা হবে। এই পরিষদের মাধ্যমে উন্নয়ন কাজগুলো প্রত্যেক গ্রাম ও মানুষের দোড়গড়ায় পৌঁছে দেয়া হবে।