পীরগঞ্জে স্বর্নালী প্রজন্ম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক গাছ তুলে ভেঙ্গে ফেলার অভিযোগ
- আপডেট সময় : ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / 29
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি রাস্তার দুই ধারে সৌন্দয্য বর্ধনে লাগানো শতাধিক চারা গাছ তুলে ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভাবনাগঞ্জ নামক স্থানের স্বর্নালী প্রজন্ম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে লাগানো এসব গাছ রোপন করা হয়।
জানাগেছে, স্বর্নালী প্রজন্ম নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান এর অনুমতি সাপেক্ষে সৈয়দপুর ইউনিয়নের ভাদুয়া থেকে ভাবনাগঞ্জ বাজার হয়ে নাককাটি ব্রিজ এবং ভাবনাগঞ্জ বাজার থেকে ভাঙ্গা মাদ্রাসা বটতলা যাওয়ার রাস্তার দুই ধারে সৌন্দয্য বর্ধনে সংগঠনের পক্ষ থেকে পাঁচ হাজার পিস বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করার উদ্যোগ নেয় ইতিমধ্যে তারা তিন শতাধিক গাছ রোপণ করেছে।
গত বৃহস্পতিবার গাছগুলো রোপন করার সময় তাদের সামনে ও ওই রাতে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে ফেলা হয়। এ বিষয়ে পীরগঞ্জ থানায় স্থানীয় প্রভাবশারী মোস্তাফিজুর রহমান,আনাস ও সবুজ নামে তিন ব্যক্তি এসব গাছ তুলে ফেলছেন বলে লিখিত অভিযোগ করেন সংগঠনের সভাপতি হাসিবুল ইসলাম।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, মোস্তাফিজুর রহমান এর জমির পাশে নিজের লাগানো গাছ সতেজ রয়েছে। সংগঠনের লাগানো লাগানো গাছের চারা তুলে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। পাশের আনাস ও সবুজ এর জমির সামনের গাছগুলো তুলে ভেঙ্গে স্তুপ করে রাখা হয়েছে। এ বিষয়ে স্থানীয় লোকজন বলেন, পাশে যার জমি আছে, তারা ছাড়া কার সাহস হবে গাছ তোলার। তারাই ভালো জানেন।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমানের সাথে সাক্ষাৎ এ কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান তার জমির সামনে গাছ লাগালে ফসলের ক্ষতি হবে তাই তিনি গাছ না লাগানোর কথা বলেছেন। তার জমির সামনে এখন ও গাছ লাগানোর জন্য গর্ত খুঁড়া রয়েছে তিনি নিষেধ করেছেন বলে সংগঠনের সদস্যরা গাছ লাগাননি।
একি বিষয়ে জানতে আনাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার জমির সামনে লাগানো গাছের চারা গুলো কে বা কাহারা তুলে ভেঙ্গে ফেলেছে বিষয়টি তিনি শুনেছেন এতে তার কোন সম্পৃক্ততা নেই। সবুজের কাছে বিষয়টি জানতে তার ব্যাবহৃত মুঠো ফোন নম্বর এ ফোন দেয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে
এই বিষয়ে মুঠোফোনে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রমিজ আলম সাথে কথা হলে তিনি জানান। লিখিত অভিযোগ দিতে বলেন, গাছ তুলে ফেলার বিষয়টি আমি দেখবো কেন গাছ তুলে ফেলল এটা জানতে হবে।