ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় একজন নিহত
- আপডেট সময় : ১২:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- / 30
ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় মোঃ রায়হান (৩২) নামে এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছে। গরুতর আহত হয়েছে সাথে থাকা আরেক সহযোগী ।
আজ সোমবার (১০ জুন) সকালে সদর উপজেলার ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোচাবাড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক খোচাবাড়ি এলাকায় পৌছালে এসময় পাশবর্তি সড়ক থেকে মহাসড়কে একটি ট্রাক্টর উঠতে গেলে ধাক্কা খায়।
এতে দুমরে মুচরে যায় ট্রাকটি। গুরুতর আহত হয় ট্রাক ড্রাইভার ও তার সহযোগী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষনা করে।
আর অপরজন গুরুতর হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত ব্যক্তি সুন্দরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে পঞ্চগড় বোদা থানার হাইওয়ে দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর দুটি গাড়িই আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।