বিরামপুরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১২:৫৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- / 35
শনিবার ৮ই জুন দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু হয়েছে । সকাল আনুমানিক ০৭.৩০ ঘটিকায় মধ্যে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউনিয়নের একইর মঙ্গলপুর গ্রামের বসতবাড়ীর পুকুরে এই ঘটনাটি ঘটে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় মোঃ আশিকুর রহমান (৩০) পিতা-মোঃ আব্বাস আলী, সাং-একইর মঙ্গলপুর থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর থানায় হাজির হইয়া এই মর্মে অপমৃত্যুর সংবাদ প্রদান করেন যে, তাহার ছেলে শাহারিয়া আলম আজাদ ( ০৩) ইং-০৮/০৬/২০২৪ তারিখ সকাল অনুমান ০৭.৪৫ ঘটিকার সময় তাহার বাড়ীর আঙ্গিনায় খেলাধুলা করিতেছিল। খেলাধুলার একপর্যায়ে তাহার ছেলে শাহারিয়া আলম আজাদ বিরামপুর থানাধীন একইর মঙ্গলপুর গ্রামস্থ নিজ বসত বাড়ীর সাথে একটি পুকুর খেলতে খেলতে সবার অজান্তে উক্ত পুকুরে পড়ে যায়। খোজাখুজির একপর্যায়ে দেখিতে পান যে, তাহার ছেলে পুকুরের পানিতে উপর হয়ে ভাসিতেছে। সাথে সাথে তাকে তুলে দেখেন ছেলে পুকুরের পানিতে পরিয়া মৃত্যু বরণ করছে। ছেলে সকলের অজান্তে ইং-০৮/০৬/২০২৪ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার হইতে ০৭.৪৫ ঘটিকার মধ্যে যে কোন সময়ে পুকুরের পানিতে পড়িয়া গিয়ে মৃত্যুবরণ করে। তাহার ছেলের মৃত্যুর ব্যাপারে তাহার ও পরিবারের লোকজনসহ আত্মীয় স্বজন কারো কোন প্রকার অভিযোগ বা অজর-আপত্তি নাই মর্মে জানান। মৃতার পরিবারের আজাদের মৃত্যু সংক্রান্তে কোন সন্দেহ না থাকায় এবং তদন্তকারী কর্মকর্তার উক্ত আজাদের মৃত্যু সংক্রান্ত কোন সন্দেহ না থাকায় মৃতদেহ বিনা ময়না তদন্তে তাহার পরিবারের নিকট হস্তান্তর করেন।